করোনায় মৃত্যু: যুক্তরাষ্ট্রে গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৪৮০ জন
ঢাকা, ৪ এপ্রিল ২০২০ শনিবারঃ যুক্তরাষ্ট্রে বৈশ্বিক মহামারি ভাইরাস ছড়িয়ে পড়ার পর থেকে বিশ্বব্যাপী ২৪ ঘণ্টায় এটি সবচেয়ে বেশি মানুষের প্রাণহানি। জনস হপকিন্স বিশ্ববিদ্যালয় এ তথ্য জানায়। গত ২৪ ঘণ্টায় মার্কিন যুক্তরাষ্ট্রে একদিনে প্রাণ কেড়েছে ১ হাজার ৪৮০ জনের। এখন পর্যন্ত একদিনে এটিই দেশটিতে মধ্যে সর্বাধিক মৃত্যু।
সেখানে মোট ২ লাখ ৭৭ হাজার ৯৫৩ জন এই ভাইরাসে আক্রান্ত হয়েছে। মৃত্যু হয়েছে ৭ হাজার ৪০৬ জনে... দাঁড়ালো। তবে মৃতের হিসাবে শীর্ষে রয়েছে ইতালি। দেশটিতে মৃতের সংখ্যা ১৪ হাজার ৬৮১। আর আক্রান্ত হয়েছেন ১ লাখ ১৯ হাজার ৮২৭ জন।
উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের রাজধানী উহান থেকে ছড়িয়ে পড়ে করোনাভাইরাস। করোনাভাইরাস বৈশ্বিক মহামারিতে এ পর্যন্ত বিশ্বের ১৮১টি দেশ ও অঞ্চল আক্রান্ত হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ইতিমধ্যেই করোনা সংক্রমণের বাড়বাড়ন্ত রুখতে তাঁর দেশের নাগরিকদের বাইরে বেরোনোর সময় বিশেষ মাস্ক পরার পরামর্শ দিয়েছেন।
মন্তব্য